মোবাইলের মডেল | Realme 9 |
মোবাইলটির বাংলাদেশ দাম | ৳ ২৪,৯৯৯/- (৮ জিবি/ ১২৮ জিবি) |
ডিসপ্লের সাইজ ও ধরন | ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড (১০৮০ x ২৪০০ পিক্সেল) |
ক্যামেরা | মূল ক্যামেরা ১০৮ + ৮ + ২ মেগা পিক্সেল এবং সেলফি ক্যামেরা ১৬ মে.পি. |
স্টোরেজ | ৬ জিবি / ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম |
প্রসেসর | অক্টা কোর ২.৪ হার্জ ক্রিও |
ব্যাটারি | ৫০০০ এম এ এইচ, লি- পলিমার |
মোবাইলের কালার সমূহ | মেটর ব্ল্যাক, সানবার্স্ট গোল্ড এবং স্টারগেজ হোয়াইট |
Realme 9 Price in Bangladesh রিয়েলমি ৯ বাংলাদেশে লঞ্চ করা রিয়েলমি ব্রান্ডের একটি জনপ্রিয় ফোন। ব্যাটারি ক্ষমতা ও ক্যামেরার জন্য রিয়েলমি ৯ ফোনটি অনেক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। রিয়েলমি ৯ – ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৪ ইঞ্চি এবং ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজুলেশন। রিয়েলমি ৯ এন্ড্রয়েড ভার্সন ১২.০ অপারেটিং সিস্টেমে চলে এবং এর ব্যাটারি ক্ষমতা ৫০০০ এম.এ.এইচ। রিয়েলমি ২০ এস ফোনের লিথিয়াম-পলিমার ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোনটি অক্টা কোর ২.৪ গিগা হার্জ ( ৪ x ২.৪০ গিগা হার্জ ক্রিও ২৬৫ গোল্ড ও ৪ x ১.৯ গিগা হার্জ ক্রিও ২৬৫ সিলভার) প্রসেসর দ্বারা ডেভেলপ করা এবং এতে কোয়ালকম এস এম ৬২২৫ স্ন্যাপ ড্রাগন ৬৮০ ৪জি (৬ এন এম) চিপসেট ব্যবহার করা হয়েছে।
Realme 9 Price in Bangladesh রিয়েলমি ৯ – তে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট (ডিসপ্লের নিচে) সেন্সর, জি.পি.এস সেন্সর, প্রক্সিমিটার সেন্সর, কম্পাস সেন্সর, গাইরো স্কোপ সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর, লাইট সেন্সরও রয়েছে। নেটওয়ার্ক সম্পর্কে কথা বলতে গেলে, Realme 9 Price in Bangladesh ফোনে ৪ জি নেটওয়ার্ক সমর্থনযোগ্য। রিয়েলমি ৯ স্মার্টফোনটি ৩ জি ও ২ জি নেটওয়ার্কও সমর্থন করে।
ডিসপ্লে
রিয়েলমি ৯ – Realme 9 Price in Bangladesh ফোনটির ডিসপ্লে ৬.৪ ইঞ্চি (৯৮.৯ সে মি) সুপার অ্যামোলেড মাল্টি টাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রীন ১৬ এম কালারস টাচস্ক্রীন রয়েছে এবং ডিসপ্লের পিক্সেল ডেনসিটি – ৪১১ পি.পি.আই। ফোনটির স্ক্রীন রেজুলেশন- ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং ফোনটির স্ক্রীন রেজুলেশন ও স্ক্রীন রেশিও হলো ২০:৯। Realme 9 Price in Bangladesh ফোনটি বেজেল ল্যাস পাঞ্চ হলি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। Realme 9 Price in Bangladesh ফোনটির স্ক্রীন ও বডি রেশিও ৮৪.২%। ফোনটিতে আরোও রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্জ টাচ স্যাম্পল রেট, ৪৩০ নিটস (টাইপ) ব্রাইটনেস, ১০০০ নিটস (পিক) ব্রাইটনেস।
বডি
Realme 9 Price in Bangladesh রিয়েলমি ৯ মোবাইলটির ফ্রন্ট গ্লাস দিয়ে এবং ফ্রেম ও পেছনে প্লাস্টিক দিয়ে বডি তৈরী করা হয়েছে। মোবাইলটির উচ্চতা ১৬০.২ মি মি, প্রস্থ ৭৩.৩ মি মি এবং পুরুত্ব ৮ মি মি। রিয়েলমি ৯ মোবাইলের এর ওজন ১৭৮ গ্রাম। বর্তমানে মার্কেটে ৩ টি কালারে মোবাইলটি পাওয়া যাচ্ছে। কালার গুলো হলো উল্কা কালো, সানবার্স্ট গোল্ড এবং স্টারগেজ হোয়াইট। Realme 9 ফোনে ডুয়েল ন্যানো সিম (স্ট্যান্ড বাই) ব্যবহার করা যায়।
স্টোরেজ
রিয়েলমি ৯ – Realme 9 ফোনটি ৬ জিবি/ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম দিয়ে ফোনটি লঞ্চ করা হয়েছে। ফোনটির ভ্যারিয়েন্ট হলো- ৬ জিবি/ ১২৮ জিবি, ৮ জিবি/ ১২৮ জিবি। ফি ফায়ার, পাবজি খেলাসহ সব ধরণের ই-গেইমিং ইউজারদের জন্য Realme 9 ফোনটি পর্যাপ্ত র্যাম ও রম ব্যবহার করে গেইমিয় এর উপযুক্ত করে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে এইচ ডি মানের সুপার গ্রাফিক্স গেইমগুলি সহজে এবং বেশ মসৃণভাবে খেলার জন্য যথেস্ট স্টরেজ রয়েছে। উল্লেখ্য, ফোনটিতে ২৫৬ জিবির এক্সটার্নাল কার্ড স্লট রয়েছে; মাইক্রো এস ডি এক্স সি (ডেডিকেটেড স্লট)।
নেটওয়ার্ক
রিয়েলমি ৯ – Realme 9 ফোনটিতে ৪ জি নেটওয়ার্ক সমর্থনযোগ্য করা হয়েছে। পাশাপাশি ২জি, ৩জি নেটওয়ার্কও সমর্থন করে ফোনটি। ফোনটিতে ডুয়েল ন্যানো সিম (স্ট্যান্ড বাই ন্যানো সিম) ব্যবহার করার সুবিধা রয়েছে। ফোনটিতে জি পি আর এস, ই ডি জি ই, জি এস এম, এইচ এস পি, ৪ জি, এল টি ই সহ ইত্যাদি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট স্পীড বাড়ানো হয়েছে। রিয়েলমি ৯ এর ইন্টারনেট স্পিড এইচ এস পি এ এবং এল টি ই ইত্যাদি আছে। মূল কথা, ফোনটির নেটওয়ার্ক গতি অনেক ভালো আছে। রিয়েলমি ৯ ফোনে এইচ.এস.পি.এ ৪২.২/ ৫.৭৬ এম.বি.পি.এস নেটওয়ার্ক স্পীডে ব্যবহার করা যায়। স্বাচ্ছন্দে রিয়েলমি ৯ তে ইন্টারনেট ব্রাউজিং করার সুবিধা রয়েছে।
পারফরম্যান্স
রিয়েলমি ৯ ফোনটির এন্ড্রয়েড ভার্সন ১২ অপারেটিং সিস্টেম রয়েছে এবং চিপসেট কোয়ালকম এস এম ৬২২৫ স্ন্যাপ ড্রাগন ৬৮০ ৪ জি (৬ এন এম), প্রসেসর (সি.পি.ইউ) অক্টা কোর ২.৪ (৪ x ২.৪০ গিগা হার্জ ক্রিও ২৬৫ গোল্ড এবং ৪ x ১.৯ গিগা হার্জ ক্রিও ২৬৫ সিলভার) দিয়ে ডেভেলপ করা হয়েছে। রিয়েলমি ৯ তে কাস্টম ইউ.আই রিয়েলমি ইউ আই ৩.০ ব্যবহার করা হয়েছে। রিয়েলমি ৯ এর জি.পি.ইউ তে ৬৪ বিটের অ্যাডরেনো ৬১০ রাখা হয়েছে। রিয়েলমি ৯ – তে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট (ডিসপ্লের নিচে) সেন্সর, জি.পি.এস সেন্সর, প্রক্সিমিটার সেন্সর, কম্পাস সেন্সর, গাইরো স্কোপ সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর, লাইট সেন্সরও রয়েছে।
মূল ক্যামেরা
ফোনের মূল ক্যামেরা বৃত্তাকর আয়তাকার ১০৮ মেগা পিক্সেল (ওয়াইড + পি ডি এ এফ) + ৮ মেগা পিক্সেল (আলট্রা ওয়াইড) + ২ মেগা পিক্সেল (ম্যাক্রো) ক্যামেরা রয়েছে। যা অত্যন্ত ভালো মানের এইচ ডি ছবি এবং আলট্রা এইচ ডি আর মানের ভিডিও রেকর্ড করতে সক্ষম। ক্যামেরার রেজুলেশন ও সেন্সর অত্যন্ত ভালো। ক্যামেরার ভালো কোয়ালিটির জন্য ইউজারদের কাছে ফোনটি খুব প্রসংশিত। মূল ক্যামেরার রেজুলেশন হলো ১২০০০ x ৯০০০ পিক্সেল। ফোনটির ভিডিও কোয়ালিটি হলো ৪ কে/ ৩০ এফ.পি.এস, ১০৪০পি/ ৩০ এফ.পি.এস।
Realme 9 Price in Bangladesh ফোনটির অন্যান্য ফিচার সমূহ হচ্ছে- নাইট মোড, প্যানোরামিক ভিউ, এক্সপার্ট, পোর্ট্রেট মোড, আল্ট্রা-ওয়াইড, আল্ট্রা ম্যাক্রো, এআই সিন রিকগনিশন, এ আই বিউটি, ফিল্টার, বোকেহ ইফেক্ট কন্ট্রোল, স্ট্রিট মোড, টেক্সট স্ক্যানার, টিল্ট-শিফট, ফটো মোড, এল ই ডি ফ্ল্যাশ, এক্সপোজার ক্ষতিপূরণ, আই এস ও কন্ট্রোল, ফেইছ ডিটেকশন অটোফোকাস, কন্টিনুস শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ মোড (এইচ ডি আর), ৩ এক্স ইন সেন্সর জুম, ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, ফোকাস করতে স্পর্শ করুন ইত্যাদি ফিচার সমূহ রয়েছে।
সেলফি ক্যামেরা
ফোনের সেলফি ক্যামেরা রয়েছে ১৬ মেগা পিক্সেল + প্রাইমারী ক্যামেরা; যার সাহায্যে এইচ ডি আর মানের ৩ ডি ফেইস বিউটিসহ সুন্দর ছবি এবং আলট্রা এইচডি মানের ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরার রেজুলেশনে আছে ৪৬১৬ x ৩৪৬৪ পিক্সেল। ক্যামেরার রেজুলেশন ও সেন্সর ভালো। সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটি হচ্ছে ২ কে/ ৩০ এফ.পি.এস এবং ১০৮০ পি / ৩০ এফ.পি.এস।
Realme 9 Price in Bangladesh ফোনের অন্যান্য ফিচার সমূহ হচ্ছে- নাইট মোড, প্যানোরামিক ভিউ, এক্সপার্ট, পোর্ট্রেট মোড, আল্ট্রা-ওয়াইড, আল্ট্রা ম্যাক্রো, এআই সিন রিকগনিশন, এ আই বিউটি, ফিল্টার, বোকেহ ইফেক্ট কন্ট্রোল, স্ট্রিট মোড, টেক্সট স্ক্যানার, টিল্ট-শিফট, ফটো মোড, এল ই ডি ফ্ল্যাশ, এক্সপোজার ক্ষতিপূরণ, আই এস ও কন্ট্রোল, ফেস ডিটেকশন অটোফোকাস, কন্টিনুস শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ মোড (এইচ ডি আর), ৩ এক্স ইন সেন্সর জুম, ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, ফোকাস করতে স্পর্শ করুন সহ উল্লেখযোগ্য ফিচার সমূহ রয়েছে।
ব্যাটারি
মোবাইলটিতে ৫০০০ এম এ এইচ পাওয়ার নন রিমোভেবল লিথিয়াম পলিমার দীর্ঘস্থায়ী একটি ব্যাটারি ব্যবহার করা হয়। ৭৫ মিনিটে ফুল চাজিং; ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সহ রিয়েলমি ৯ মোবাইলে ভালো চার্জিং ব্যাক আপ ব্যবস্থা রয়েছে। Realme 9 এর ব্যাটারি সক্ষমতা অত্যন্ত দক্ষ এবং ব্যাটারির ভোগান্তিজনিত সমস্যা দূর করতে সক্ষম। উল্লেখ্য যে, রিয়েলমি ৯ ফোনের ব্যাটারী ক্ষমতা স্ট্যান্ড বাই ১১৮ ঘন্টার উপরে, টক টাইম ৩৪ ঘন্টার উপরে, ইন্টারনেট ব্রাইজিং এ ১৫ ঘন্টার উপরে এবং ভিডিও প্লে-ব্যাক এ ১৮ ঘন্টার উপরে ব্যাক আপ দিতে সক্ষম।
কানেক্টিভিটি
রিয়েলমি ৯ ফোনটিতে ওয়াইফাই ৮০২.১১ এ/ বি/ জি/ এন/ এ সি, ডব্লিউ এল এ এন- ডুয়েল ব্যান্ড, হটস্পট, ব্লুটুথ- ৫.১ ইউ.এস.বি টাইপ সি- ২.০, ১.০, ও.টি.জি সাপোর্টেড, এন এফ সি নন সাপোর্টেড, ইনফ্রারেড পোর্ট নন সাপোর্টেড, এফ.এম রেডিও ছাড়া ব্রাউজার- এইচ টি এম এল- ৫, ইত্যাদি উল্লেখযোগ্য কানেক্টিভিটিগুলো হয়েছে।
রিয়েলমি ৯ – Realme 9 এর সুবিধা
- কম দামে ভালো মোবাইল।
- চমৎকার স্টাইলিশ ডিজাইন।
- এন্ড্রয়েড ১২.০ ভার্সন।
- দীর্ঘস্থায়ী ৫০০০ এম এ এইচ এর বড় ব্যাটারী এবং ফাস্ট চার্জিং।
- বড় ডিসপ্লে।
- চমৎকার গ্রাফিক্স।
- স্পীকারের সাথে নয়েজ রিমুভার যুক্ত।
- রমের জন্য এক্সটার্নাল স্লট আছে।
- ডকুমেন্ট ভিউয়ার আছে।
রিয়েলমি ৯ – Realme 9 এর অসুবিধা
- ৫ জি নেটওয়ার্ক নাই।
- এফ এম রেডিও নাই।
- প্লাস্টিক বডি হওয়ায় বডিতে দাগ পড়ে যায়।
- ডিসপ্লে প্রটেকশন নাই।
- মোবাইলটি কাদা বা জল প্রতিরোধী নয়।
- এন এফ সি নন সাপোর্টেড।
Realme 9 Price in Bangladesh-2023 | রিয়েলমি ৯ বাংলাদেশ প্রাইস-২০২৩
রিয়েলমি ৯ – Realme 9 Price in Bangladesh-2023 মোবাইলটির অফিসিয়াল দাম হচ্ছে ২৪৯৯০/- (৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম)। ফোনটি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে।
আমাদের মতামত
আমরা এই ডিভাইস নিয়ে আমরা বিশদ পর্যালোচনা করে মতামত প্রদান করে থাকি। আপনি যদি নতুন স্মার্টফোন ক্রয় করতে চান, তাহলে মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সেরা স্মার্টফোন গুলোর মধ্যে Realme 9 Price in Bangladesh রিয়েলমি ৯ পছন্দ তালিকার উপরের দিকে থাকবে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি ফ্রি-ফায়ার, পাবজি বা ই-গেইমগুলির প্রতি আকৃষ্ট হন তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন কারণ এতে ভালো মানের চিপসেট ব্যবহারের মাধ্যমে একটি ভালো গেইমিং প্রসেসর ডেভেলপ করা হয়৷ পাশাপাশি রিয়েলমি ৯ ফোনটির র্যাম ও রম ই-গেইমগুলির জন্য উপযুক্ত ও পর্যাপ্ত করা হয়েছে। আপনি যদি অনেক বেশি চার্জিং ব্যাকআপ নিতে চান তবে আপনি এই ফোনটি নির্দ্বিধায় ক্রয় করে নিতে পারেন। কারণ এতে রয়েছে বিশাল ৫০০০ এম এ এইচ লিথিয়াম পলিমার এর দীর্ঘস্থায়ী ব্যাটারি।
উপরন্তু, Realme 9 Price in Bangladesh-2023 রিয়েলমি ৯ মোবাইল ফোনটি ৪ জি সমর্থন করে। তাই আপনি এতে ভাল নেটওয়ার্ক সুবিধা পাবেন। যাইহোক, এটিতে ত্রিপল ১০৮ মে পি + ৮ মে পি + ২ মেগা পিক্সেলের এইচ.ডি.আর মানের প্রাথমিক ক্যামেরা সেটআপ করা হয়েছে। সুতরাং, এটিতে অত্যন্ত ভাল মানের ছবি এবং ভিডিও করা যাবে। অতএব, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিচার করে আপনি Realme 9 Price in Bangladesh ক্রয় করে নিতে পারেন।
পরিশেষে বলা যায়, আমাদের সকল পণ্যের ডাটা সংগ্রহের প্রধান উৎস হল ইন্টারনেট। বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ব্র্যান্ডের এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা তথ্য আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে মোবাইল ফোনের দাম প্রতিনিয়ত উঠা নামা করে এবং নিয়মিত সকল ব্রান্ডের আপডেট ফোন মার্কেটে বিতরণ করা হয়। তাই ফোন ক্রয়ের পূর্বে রিয়েলমি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েব সাইটে ফোনগুলোর আপডেট ও দামের আপডেট দেখে যাচাই বাচাই করে তারপর রিয়েলমি ৯ বাংলাদেশে দাম – Realme 9 Price in Bangladesh-2023 ফোন ক্রয় করুন। আপনাকে আমাদের এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
স্মার্টফোন সম্পর্কিত আমাদের অন্যান্য পোস্ট পড়ুনঃ
Realme C35 Price in Bangladesh-2023 | রিয়েলমি সি ৩৫ প্রাইস ইন বাংলাদেশ
Infinix Hot 12i Price in Bangladesh-2023 | ইনফিনিক্স হট ১২ আই প্রাইস ইন বাংলাদেশ
Vivo Y02s Price in Bangladesh-2023 | ভিভো ওয়াই ০২ এস প্রাইস ইন বাংলাদেশ
ফোনটি কবে বাংলাদেশে রিলিজ পায়?
২২ শে মে ২০২২ ইং তারিখে বাংলাদেশে রিলিজ হয়।
Realme 9 Price in Bangladesh এর দাম কত?
Realme 9 Price in Bangladesh এর বাংলাদেশে অফিসিয়াল দাম হচ্ছে ২৪,৯৯০/- (৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম)।
এতে কত ROM আছে?
রিয়েলমি ৯ মোবাইলের র্যাম হচ্ছে ৬ জিবি/ ৮ জিবি ও রম হচ্ছে ১২৮ জিবি।
এতে কোন ধরনের ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়?
এটিতে একটি সুপার অ্যামোলেড মাল্টিটাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রীন ডিসপ্লে রয়েছে।
চিপসেট কোনটি?
এতে কোয়ালকম এস এম ৬২২৫ স্ন্যাপ ড্রাগন ৬৮০ ৪জি (৬ এন এম) চিপসেট রয়েছে।
এটা কি 5G নেটওয়ার্ক সমর্থন করে?
না, রিয়েলমি ৯ ৫জি সমর্থন করে না। এটি ২ জি / ৩ জি এবং ৪ জি নেটওয়ার্ক সমর্থন করে।
ব্যাটারির ক্ষমতা কেমন?
ফোনটির ব্যাটারির ক্ষমতা হল একটি ৫০০০ এম এ এইচ লিথিয়াম পলিমার ব্যাটারি।